top of page

পরিবারে মতের অমিল

  • Dec 6, 2024
  • 2 min read

আমাদের বাড়ির এক একটি কোণে বাস্তুদোষ এক এক রকম ফল প্রদান করে থাকে। দিক অনুযায়ী বাস্তুর বিভিন্ন ধরনের ফল আমরা পেয়ে থাকি। আজ দেখে নেব বাড়ির দক্ষিণ-পুর্ব কোণে বাস্তুদোষ থাকলে ঠিক কী হয়।


গৃহের দক্ষিণ-পুর্ব কোণে কখন বাস্তুদোষ সৃষ্টি হয়:


• দক্ষিণ-পূর্ব কোণে বাস্তুদোষ সৃষ্টি হয় যদি বাচ্চাদের পড়াশোনার ঘর এই কোণে থাকে।


• যদি বাড়ির বাথরুম এই কোণে রাখা হয়, তা হলে বাস্তুদোষ সৃষ্টি হয়।


• আপনার বাড়ির জমি যদি দক্ষিণ-পূর্ব দিকে ঢালু হয়, অর্থাৎ জল সেই দিক থেকে নিষ্কাশিত হয়, তা হলে সেই বাড়িতে বাস্তুদোষ হতে পারে।


• বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে কোনও ভাবেই বেডরুম করা যাবে না। তা হলে সেই বাড়িতে বাস্তুদোষ অনিবার্য।


• বাড়ির দক্ষিণ-পূর্বে যদি সেপটিক ট্যাঙ্ক থাকে, তা হলেও সেই বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে।


• বাড়ির সদর দরজা যদি দক্ষিণ-পূর্ব দিকে হয়, তা হলে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে।


দক্ষিণ-পূর্ব কোণে বাস্তুদোষ থাকার ফলাফল:


• বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে বাস্তুদোষ থাকলে বাড়ির বড় থেকে ছোট সব সদস্যদের মনে কিছু করার ভাবনা বা জেদ তৈরি হয় না। কাজে উন্নতির কোনও চেষ্টা থাকে না।


• বিশেষ ভাবে দেখা যাবে বাড়িতে অর্থকষ্টের সমস্যা। কারণ দক্ষিণ-পুর্ব কোণ হল লিকুইড মানি ও আগুনের কোণ। তাই এই দিকে যদি কোনও ভাবে বাস্তুদোষ থাকে, তা হলে বাড়িতে অর্থ আসা বা যাওয়া দুই দিকেই সমস্যা থাকবে। এবং আগুনের সমস্যা মানে সেই বাড়িতে কোনও না কোনও ভাবে কেরিয়ারের সমস্যা থাকবে।


• সেই বাড়িতে যাঁরা অবিবাহিত আছেন, তাঁদের জীবনে নানা সমস্যা সৃষ্টি হবে। তাঁরা কখনও ভীষণ ভাবে অবসাদে ভুগবেন। বিশেষ করে চাকরির সমস্যায় ভোগান্তি হতে দেখা যাবে।


 


• বাড়ির সদস্যদের মধ্যে মতের মিল একদম থাকবে না। দাম্পত্য জীবন ভীষণ ভাবে পীড়িত হবে।


• বিশেষ কোনও কারণ না থাকতেও সরকারি ব্যাপারে আইনি ঝঞ্ঝাট এসে যেতে পারে।


• বাড়িতে আগুন নিয়ে খুব সতর্ক থাকতে। দক্ষিণ-পূর্ব কোণে যদি বাস্তুদোষ থাকে, তা হলে আগুন জনিত সমস্যা আসবে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। 



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Featured Posts

Recent Posts

Search By Tags

Follow Us

  • Facebook Classic
  • Twitter Classic
  • Google Classic
bottom of page